অন্যান্য

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর রাবার ড্যামে ডুবে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার।

  প্রতিনিধি 9 June 2025 , 3:26:19 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীতে ডুবে যাওয়া জলিল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার সকালে রাজাপুরের আখালিয়া এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠলে এলাকাবাসী সেটি উদ্ধার করে।

নিহত জলিল উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

গতকাল রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে ঘুরতে গিয়ে গোসল করতে নামেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।

আজ সকালে স্থানীয়রা তার মরদেহ পানির উপর ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান ও ইউএনও জাহিদ বিন কাশেম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ