অন্যান্য

মাগুরা মহম্মদপুরে সংঘর্ষে আহত ২০

  প্রতিনিধি 13 June 2025 , 1:23:02 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়িয়া ইউনিয়নের চর যশোবন্তপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতের আধারে মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে মারপিট করা হয়।

উক্ত ঘটনার জের ধরে গতকাল সকালে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত আহত হয়েছেন ২০ জন। মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত
সোমবার রাত সাড়ে ৮টার সময় চর যশোবন্তপুর গ্রামের মো. আব্দুল কুদ্দুস মোল্লার সমর্থক আলামিন (২৪) ও খলিল মোল্যা ( ২১ ) কালিশংকরপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এসময় সাহেব আলী গ্রুপের সমর্থকরা
আলামিন ও খলিলের মোটরসাইকেলের গতি রোধ করে মারধর করে এবং মৃত ওয়াজেদ মোল্যার ছেলে সাকা মোল্যা ও বাকা মোল্যার ঘরবাড়ি ভাংচুর করে। আহত অবস্থায় উদ্ধার করে মো. খলিল মোল্লা ও মো. আল আমিন কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এঘটনার জেরে বৃহস্পতিবার সকালে শাহের আলীর সমর্থক মৃত ধলা মিয়ার ছেলে কাশেনের জমিতে শ্রমিকরা কাজ করার সময় শাহের আলী সমর্থক মৃত কালা মোল্যার ছেলে রবিউল মোল্যা শ্রমিকদের কাজ বন্ধ করে তাড়িয়ে
দেন। পরে কুদ্দুস মোল্যার সমর্থকেরাও কুদ্দুস মোল্যার সমর্থকদের জমি থেকেও শ্রমিক তাড়িয়ে দেন। এঘটনা উভয়পক্ষের সমর্থকদের মধ্যে জানাজানি হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০ জন আহত সহ ১০ বাড়িতে
ভাংচুর করা হয়।

আহতদের মধ্যে শাহের আলী গ্রুপের তোতা মিয়ার ছেলে
মাহবুবুর রহমান (৩৫), এসকেন মোল্যার ছেলে মারুফ হোসেন (১৮), পান্না মোল্যার ছেলে রুমান (২২), শফিকুলের ছেলে তাছাউর (১৭), মৃত আলী মোল্যার ছেলে মেহেদী (১৮), মোকছেদ মোল্যার ছেলে মানু মোল্যা (৬০), মৃত জাফর মোল্যার ছেলে শফিকুল ইসলাম (৫২) ও শাহিদ মোল (৫০),পান্তু মোল্যার ছেলে সুমন মোল্যা (২৫) ও অপর গ্রুপের নেতা কুদ্দুস মোল্যা
(৪৮) গুরুতর আহত হয়েছেন। আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

বাকি আহতরা প্রথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এদিকে
শাহের আলী গ্রুপের সমর্থকদের ছত্রভঙ্গ করতে কুদ্দুস গ্রুপের পক্ষ থেকে ৬টি বোমা বিস্ফোরণ করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
মহম্মদপুর থানা পুলিশ, সেনাবাহিনী, দাঙ্গা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ৩ জনকে আটক করছেন।

মাগুরা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার
(শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেছি। আপাতত পরিস্থিতি
নিয়ন্ত্রণে রয়েছে। মামলা পরবর্তী সময়ে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ