অন্যান্য

আখাউড়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জন আটক

  প্রতিনিধি 13 June 2025 , 7:32:51 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আখাউড়া থানাধীন সড়ক বাজার এলাকার ‘ইমন বোডিং’ নামক একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম, এএসআই (নিঃ) আলতাব হোসেন এবং তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকস টিম শুক্রবার (১৩জুন) শেষ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, হোটেলের দ্বিতীয় তলায় একাধিক নারী-পুরুষ একটি কক্ষে অবস্থান করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যা এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিল।

আটককৃতদের মধ্যে রয়েছেন: ১। জাকির হোসেন (২০),

২। মোঃ তামিম (১৯),

৩। বৃষ্টি বেগম (২২),

৪। স্মৃতি বেগম (২০),

৫। রবিউল্লাহ (১৮),

৬। মোঃ রিফাত (১৮),

৭। মোঃ শরীয়ত উল্লাহ (১৮)।

তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের উপস্থিতির যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা এবং পেনাল কোডের ২৯০ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অসামাজিক কার্যকলাপ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ