প্রতিনিধি 13 June 2025 , 7:36:55 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেক্স
ইসরায়েলি হামলার পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার মধ্যে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর আলজাজিরার।
তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ভবনের একাধিক ফ্ল্যাটে এখনো আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভবনটির পাশে থাকা অন্য আরেকটি ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অপরদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ হারেৎজ জরুরি সেবার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত ১৫ জন আহত হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।