প্রতিনিধি 15 June 2025 , 5:04:53 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে চক্রান্ত করে বন্ধু মিলন ও এরশাদুলকে ফাসাতে গিয়ে নিজেরাই আটক হয়েছে জুয়েল ও মনির নামে অপর দুই বন্ধু।
থানা সূত্রে জানা গেছে, ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজার এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনকভাবে মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রাখা হয়েছে—
এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অলকান্ত রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। সেখান থেকে তারা একটি সুজুকি জিকজার মোটরসাইকেল থেকে ৬৭ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করেন।
উপস্থিত জনতার সামনেই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ইয়াবা জব্দ করা হয় এবং মিলন মিয়া ও এরশাদুল হককে প্রাথমিকভাবে আটক করা হয়।
তদন্তে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে প্রায় চার মাস আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু মিলন মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে জুয়েল হক ও মনির হোসেন এই ফাঁদ পাতেন। তারা ৬৭ পিস ইয়াবা ১০ হাজার টাকায় সংগ্রহ করে সুকৌশলে মিলনের মোটরসাইকেলে লুকিয়ে রাখে।
এরপর মনির হোসেন পুলিশের সোর্স সেজে খবর দেয়, যাতে মিলনকে হাতেনাতে ধরা যায়।এই তথ্যের ভিত্তিতে পুলিশ ফুলবাড়ী থানা পুলিশের সহায়তায় ১৫ জুন ভোররাতে জুয়েল হককে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
তার দেওয়া স্বীকারোক্তিতে উঠে আসে পুরো পরিকল্পনার বিস্তারিত। পুলিশ প্রমাণ পায়, মিলন ও এরশাদুল হক এই ঘটনার সঙ্গে মোটেও জড়িত নন। পরে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।