অন্যান্য

ছেলে প্রবাসে যাওয়ার প্রস্তুতির মাঝে, মায়ের মৃত্যু বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

  প্রতিনিধি 16 June 2025 , 8:49:35 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসে পাড়ি জমাতে যাওয়া ছেলের কাপড় ইস্ত্রি করতে গিয়ে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম ওই গ্রামের ইরাকপ্রবাসী জলফু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের ছেলে ওয়াসিম সম্প্রতি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে শিল্পী বেগম বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এটি একটি দুর্ঘটনা, তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসে পাড়ি জমানোর আগে ছেলের জন্য মায়ের এমন আত্মত্যাগ সবার হৃদয় ছুঁয়ে গেছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ