প্রতিনিধি 16 June 2025 , 8:55:19 প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সেলিনা খাতুন (১৯)। সে নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্বার করে৷ এ ঘটনায় মরদেহের সুরহতাল শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় রেলওয়ে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী তাসলিমা খাতুন জানান, মৃত সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রেললাইন দিয়ে রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে সুয়ে পড়েন। এসময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে থেকে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেললাইনে সুয়ে পড়ে। এসময় ট্রেন চালক কয়েকবার হর্ন দিলেও সরেনি সে। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।