প্রতিনিধি 17 June 2025 , 9:18:38 প্রিন্ট সংস্করণ
লাল পতাকা নেই, আলো নেই ঘুটঘুটে অন্ধকারে মহাসড়কে প্রাণঘাতী উঁচু ঢালাই
শেখ আলী আকবর
খুলনা থেকে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে কোটচাঁদপুর যাচ্ছিল ঝিনাইদহ ট-১১-১২-১৯ নম্বরের একটি ট্রাক। কিন্তু পথেই যেন অপেক্ষা করছিল দুর্ঘটনা! সোমবার গভীর রাতে অভয়নগরের নওয়াপাড়া ইন্সটিটিউট সংলগ্ন অর্ধনির্মিত মহাসড়কে উঠে এলে ঘটে ভয়াবহ ঘটনা।
সড়কের পিচ অংশ থেকে প্রায় দেড় ফুট উঁচু ঢালাই অংশে কোনোরকম সতর্কতা চিহ্ন, লাল পতাকা বা সংকেতবাতি না থাকায় অন্ধকারে চালক কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি সজোরে ধাক্কা খায় ঢালাই অংশে।
ফলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনার মাত্রা এতটাই ভয়াবহ যে মুহূর্তেই পুরো মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যদিও চালক ও হেলপার গুরুতর আহত হননি, তবুও যানটির সামনের অংশে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান এখানে দিনের আলোতেও দুর্ঘটনা ঘটে, অথচ চলছে রাতের অন্ধকারে তেলেসমাতি কারসাজী, কোন সতর্কতা নেই! এটা কি সড়ক উন্নয়ন, না মৃত্যুফাঁদ?
এলাকাবাসী ও গাড়িচালকরা আরও বলেন
এই অংশে কাজ চললেও কোন কর্তৃপক্ষ লাল পতাকা, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড বা রাতে সতর্ক আলো দেয়নি। অথচ ঢালাই অংশ এতটাই উঁচু যে, কেউ অজান্তে গেলে গাড়ি উল্টে যাওয়াও অসম্ভব নয়।
রাস্তায় চলমান উন্নয়নকাজে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে তা বড় ধরনের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।
এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এই ঝুঁকিপূর্ণ সড়ক অংশে তাৎক্ষণিক সতর্কতা চিহ্ন স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা।