অন্যান্য

খুলনায় দুই নারীর শরীরে করোনা শনাক্ত, কিট সংকটে স্বাস্থ্য বিভাগ

  প্রতিনিধি 17 June 2025 , 4:37:00 প্রিন্ট সংস্করণ

খুলনায় আবারও শনাক্ত হলো করোনাভাইরাস। মঙ্গলবার (১৭ জুন) পৃথক পরীক্ষায় দুই নারীর শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। আক্রান্তদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, আক্রান্ত দুই নারীর নাম সুমাইয়া ও তানিয়া। তাদের মধ্যে সুমাইয়াকে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ২৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে কিট সংকটের কারণে পরীক্ষার গতি ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, ‘সাধারণত বুধ বা বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে কিট আসে। এবার না এলে আগামী সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে।’

পরীক্ষা ও চিকিৎসায় সংকট::

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ৪০টি সাধারণ শয্যা ও ১০টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে আরটিপিসিআর মেশিন বিকল এবং র‌্যাপিড অ্যান্টিজেন কিট প্রায় শেষ পর্যায়ে। হাতে আছে মাত্র ৪০-৪৫টি কিট। পরিস্থিতি মোকাবিলায় ১০ হাজার কিটের চাহিদাপত্র স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ডা. ইশতিয়াক আরও জানান, ২০২০ সালের ২৩ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৯৩ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন। তবে ২০২৪ সালে কোনো করোনা পরীক্ষা করা হয়নি।

জেনারেল হাসপাতালে আলাদা শয্যা নেই::

খুলনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এখনও করোনা রোগীদের জন্য আলাদা শয্যা চালু হয়নি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, ‘আমরা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। বর্তমানে ৪০০ কিট মজুত আছে, আরও ৩ হাজার কিটের চাহিদা জানানো হয়েছে।’

তিনি বলেন, মঙ্গলবার সকালে এক রোগীর করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

বিভাগজুড়ে কিট সংকট::

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতালেই কিট নেই বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সব জেলার চাহিদা একত্র করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের দেওয়া ১১ দফা সতর্কতা অনুসরণে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ