প্রতিনিধি 8 October 2024 , 7:41:42 প্রিন্ট সংস্করণ
সাকিব চৌধুরী চট্টগ্রাম
মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় এজাহারনামীয় আসামি জাহিদুর হাসান ও মোশাররফ হোসেনকে রবিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ সন্তান ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ রেজাউল করিম খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।