প্রতিনিধি 17 June 2025 , 4:49:39 প্রিন্ট সংস্করণ
মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জসমন্তপুর গ্রামের প্রখ্যাত ব্যবসায়ী, সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মাওলানা হাফেজ মোঃ তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ ভোর ৬টা ৪০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। দীর্ঘ এক বছর ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।
মাওলানা তাজুল ইসলাম মরহুম মরতুজ আলীর ছোট ছেলে এবং সিংগারবিল বাজারের একজন অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সদাচারী, বিনয়ী ও ধর্মপরায়ণ। পাশাপাশি সমাজসেবামূলক কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন।
তিনি মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং মহেশপুর হাফেজিয়া মাদ্রাসার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রচেষ্টায় বহু শিক্ষামূলক ও ধর্মীয় কার্যক্রমে গতি এসেছে বলে স্থানীয়দের অভিমত।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সিংগারবিল বাজার কমিটি এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বাজার কমিটির বর্তমান সভাপতি মোঃ আবুল ফায়েজ বলেন, “মাওলানা তাজুল ইসলাম ছিলেন একজন উদার, বিনয়ী ও পরোপকারী মানুষ। সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে তাঁর অবদান আমরা কোনোদিন ভুলবো না। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।”
মাওলানা তাজুল ইসলামের মৃত্যুতে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।