প্রতিনিধি 18 June 2025 , 6:12:52 প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক মা। শেষমেশ আশ্রয় নিলেন ভ্রাম্যমাণ আদালতের। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মো. রাকিব মিয়া (২৫) নামে এক যুবককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়।
কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করে স্থানীয় প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে তাকে দণ্ড প্রদান করা হয়।
রাকিব মিয়া দক্ষিণ কসবা এলাকার শহীদ মিয়ার ছেলে। তার বাবা একজন নিরাপত্তা প্রহরী এবং মা গৃহিণী। দীর্ঘদিন ধরে রাকিব বেকার অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন এবং নিয়মিতভাবে মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই গৃহে অশান্তি সৃষ্টি করতেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানের সময় রাকিবকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক গ্রহণ ও মায়ের ওপর নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এই দণ্ড প্রদান করা হয়।