অন্যান্য

নাফ নদীতে জেলে ছদ্মবেশে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২

  প্রতিনিধি 19 June 2025 , 11:39:18 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ নাফ নদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামে দুই মায়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বুধবার ( ১৮ জুন) টেকনাফের নাজির পাড়া বিওপি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মায়ানমারের মংডু শহরের ডেইলপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে মো. জুবায়ের ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘বুধবার (১৮ জুন) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মায়ানমার থেকে মাদককারবারিরা মাছ ধরার ছদ্মবেশে মাদকের বড় চালান নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদককারবারিদের কাছে হস্তান্তর করবে। এমন সংবাদে অধিনায়কের নেতৃত্বে নাফ নদী ও তীরবর্তী এলাকায় টহল বাড়ানো হয়। রাত ১১টায় দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র টহল দল তাদের পিছু ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর সময় বাংলাদেশের জলসীমায় আনুমানিক ১০০ গজের মধ্যে নৌকাটিসহ মায়ানমারের দুজন নাগরিককে আটক করা হয়। পরে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতরে লুকানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ইয়াবার চালানটি মায়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশিদেরও শনাক্ত করা হবে। মাদককারবারিদের বিরুদ্ধে

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ