অন্যান্য

মহম্মদপুরে বিএনপির পার্টি অফিস ভাংচুর, উত্তপ্ত মহম্মদপুর

  প্রতিনিধি 19 June 2025 , 4:34:03 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়ন বিএনপির পার্টি অফিস ভাংচুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নহাটা ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার বিকালে উপজেলার নহাটা বাজারে এ ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নহাটা ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছে। নহাটা ইউনিয়ন বিএনপির দু’গ্রুপের নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান নহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহামুদ ও অপর পক্ষের নেতৃত্ব দেন বর্তমান মেম্বার ফারুক হোসেন। গত বুধবার মাহামুদ চেয়ারম্যানের সমর্থকদের অতর্কিত হামলায় ফারুক মেম্বারসহ তার সমর্থকদের ৩৫টি বাড়ি ঘর ভাংচুর করে । এ ঘটনায় গুরুতর আহত হয় সাতজন। তারই জের ধরে বৃহস্পতিবার বিকালে ফারুক মেম্বারসহ তার সমর্থক রানা, কুতুবের নেতৃত্বে মাহমুদ চেয়ারম্যান সমর্থিত লোকজনের পার্টি অফিসে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিস ভাংচুর ও ক্ষতিগ্রস্ত করে। একই সাথে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবিও ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ