আন্তর্জাতিক

ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কূটনৈতিক সমাধানের তাগিদ

  প্রতিনিধি 19 June 2025 , 6:51:57 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাতের মাঝে উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করলো ব্রিটিশ নেতৃত্ব। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (১৯ জুন) বিবিসি’র খবরে বলা হয়, স্টারমার স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন,
এই সংঘাতে উত্তেজনা বৃদ্ধির একটি বাস্তব ও তাৎক্ষণিক ঝুঁকি রয়েছে। তাই এখন সময় হলো শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান খোঁজার।

স্টারমার আরও বলেন, অতীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু পর্যায়ে আলোচনা হয়েছে, এবং তার মতে, “এটিই সমস্যা সমাধানের সঠিক পথ হতে পারে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বার্তা এমন সময়ে এলো, যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে যাচ্ছেন। তাঁর এই সফরের মূল লক্ষ্য উত্তেজনা প্রশমনে যুক্তরাজ্যের অবস্থান ও কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়া।

ওয়াশিংটনে ল্যামি সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ মুখ মার্কো রুবিও’র সঙ্গে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সামরিক সিদ্ধান্ত, এবং কূটনৈতিক সমাধান— এসবই এই আলোচনার কেন্দ্রে থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্যের এমন সরব অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য আনার একটি প্রয়াস হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সবাই কোনো না কোনোভাবে বড় একটি সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে