প্রতিনিধি 20 June 2025 , 3:27:01 প্রিন্ট সংস্করণ
কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গতকাল ১৯ জুন-২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার রাত ২ টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা-সাতখামাইর- বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর এলাকার গভীর বনের সড়ক থেকে ডাকাতি করার সময় স্থানীয়দের সহায়তায় ৪ ডাকাতকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। সাথে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ১ ডাকাতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক জনাব শারমিন আক্তার জানান,গুরুতর আহত ডাকাতের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন আছে এবং অতিরক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
অপরদিকে ডাকাতদের এলোপাথারি কোপের কারণে ১ সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন শ্রীপুর থানার ওসি জনাব মুহাম্মদ আব্দুল বারিক সাহেব।
আটককৃতরা হলো- শাকিল (২৫),রিপন (১৯),তাহসিম মিয়া (১৮) এবং আবুল কালাম (২৭)। আর নিহত ডাকাত সদস্যের নাম মো. আরিফুল ইসলাম (৩০)।সে কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে।
অপরদিকে নিহত আবুল কালাম (৪০) উপজেলার টেংরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
আক্রান্ত পিকআপ চালক শফিকুল ইসলাম বলেন, ডাকাত দল রাস্তায় গাছ কেটে ফেলে আমার গাড়ি থামিয়ে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর পাঁচটি সিএনজি একসঙ্গে আসে। তার একটি সিএনজি ডাকাতদের সিগন্যাল না মেনে দ্রুত চলে যেতে চেষ্টা করে। ফলে ঐ সিএনজির চাকার চাপায় এক ডাকাত গুরুতর আহত হয় ও পরে তার মৃত্যু হয় ।
অপরদিকে সিএনজি চালককে ডাকাতরা কুপিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থল থেকে সিএনজি চালককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত ডাক্তারা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সিএনজি চালকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আবার ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করায় পথিমধ্যেই সিএনজি চালক আবুল কালামের মৃত্যু হয়।