অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে নবজাতকের লাশ উদ্ধার, মাথার অংশ খেয়ে ফেলেছে মাছ

  প্রতিনিধি 20 June 2025 , 3:31:20 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথার একাংশ মাছ খেয়ে ফেলায় ঘটনাটি আরও মর্মান্তিক রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাট সংলগ্ন তিতাস নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকটির মাথার অংশ বিশেষ মাছ খেয়ে ফেলেছে। এতে ধারণা করা হচ্ছে, জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্যে, এটি সমাজের চরম নৈতিক অবক্ষয়ের প্রতিফলন।

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি নবজাতক কন্যা শিশু, যাকে জন্মের পরই নদীতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

তিনি আরও জানান, নবজাতকের পরিচয় শনাক্ত না হলে স্থানীয় স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ তার দাফনের দায়িত্ব নেবে।

এ ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা – সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর সামাজিক সচেতনতা এবং আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ