অন্যান্য

স্বামীর মৃত্যুর শোকে এক মাসের ব্যবধানে স্ত্রী’র আত্মহত্যা

  প্রতিনিধি 21 June 2025 , 4:56:00 প্রিন্ট সংস্করণ

মোঃ ইকরামুল হাসান ক্রাইম রিপোর্টার মাগুরা।

প্রেমিক স্বামীর মৃত্যুর মাত্র এক মাসের ব্যবধানে স্ত্রী আখি চক্রবর্তী আত্মহত্যা করে তাঁর কাছে স্বর্গে চলে গেছে। ঘটনা মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের তালখড়ি গ্রামে।

এই গ্রামের দিলীপ রায়ের পুত্র বাসুদেব রায় ভালোবেসে ও প্রেম করে বিয়ে করে দীঘল গ্রামের আখি চক্রবর্তীকে। তাদের এই ভালোবাসা ও প্রেমময় দাম্পত্য জীবনটা ছিল এলাকায় খুবই আলোচিত। একজন আরেকজনকে এতটা ভালবাসত যে, লোকে তাদেরকে এ বর্তমান যুগের লাইলি-মজনু, শিরি-ফরহাদ, শাহজাহান-মমতাজ, রোমিও-জুলিয়েট ও চণ্ডীদাস-রজকিনীর সাথে তুলনা করতেন।

বাসুদেব আনুমানিক একমাস আগে স্ট্রোক জনিত কারণে মারা যায়। তাঁর সেই মৃত্যু মেনে নিতে পারেনি স্ত্রী আখি চক্রবর্তী।

সে ১৯ জুন রাতে আত্মহত্যা করে। এটা মানুষের মধ্যে চরম হতাশা নিয়ে এসেছে। কারণ তাদের একটা ৪ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

এই আত্মহত্যায় গোটা এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এই ৪ বছরের শিশুটির জীবন। এ ধরনের আত্মহত্যা সমাজের জন্য খুবই হতাশা জনক।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ