অন্যান্য

গাজীপুরের শ্রীপুরে ফের ডাকাতি

  প্রতিনিধি 22 June 2025 , 12:36:20 প্রিন্ট সংস্করণ

কবির আকন্দ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গত ১৯/০৬/২০২৫ তারিখের পর আবার ২০ জুন-২০২৫ তারিখ শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপির বাড়ি গ্রামের ডাক্তার দম্পত্তির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

বাড়ির মালিক জনাব মোর্শদুল হক শরিফ সাহেব বলেন রাত ৩ টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল আমার এই তিন তলা বাড়িতে মই দিয়ে দোতলায় উঠে বারান্দার দরজা দিয়ে রুমে প্রবেশ করে আমাকে ঘুমন্ত অবস্থায় কাঁথা মুড়ি দিয়ে হাত-পা-চোখ-মুখ-মাথা রশি দিয়ে বেঁধে ফেলে। তারপর গলায় ধারালো দা দরে রাখে এবং আমার গাইনী বিশেষজ্ঞ ডাক্তার স্ত্রীকে বলে আলমারির চাবি দাও । আমার স্ত্রীর গলায় ধারালো দা ধরে বলে কোথায় কি আছে বের করে দে। তারপর তারা আমার স্ত্রী ভয়ে দেখিয়ে আলমারি গুলোর চাবি নিয়ে নেয়। তারপর ডাকাতরা আলমারি থেকে নগদ দুই লক্ষ টাকা এবং ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে নেয়। এতে সর্বমোট আমার ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়।তারপর আরো কিছু খোজাখুজি করে আমার বাড়ির আসবাবপত্র কাপড় চোপড় এলোমেলো করে রেখে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর আমি ত্রিপল নাইনে (999) এ ফোন করি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে আমি পুলিশ পাঠাই এবং আমার থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলি এবং আমি পরর্বতী ব্যবস্থা নিবো বলে আশ্বস্ত করি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ