অন্যান্য

লোহাগড়ায় তিলক্ষেত থেকে পচা-গলা অবস্থায় মহিলার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  প্রতিনিধি 23 June 2025 , 11:05:11 প্রিন্ট সংস্করণ

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের কোলা-বয়রা সীমান্ত এলাকার একটি তিলক্ষেত থেকে পচাগলা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই গ্রামের কৃষক সাখাওয়াত হোসেনসহ
কয়েকজন কৃষক মাঠের কর্তনকৃত তিল তুলতে গেলে প্রচণ্ড দুর্গন্ধ অনুভব করেন। এ সময় তারা ছড়িয়ে ছিটিয়ে পচাগলা অবস্থায় একজন মহিলার লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা লোহাগড়া থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন মহিলার মরদেহ এবং অনেক আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ গলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন,
মরদেহের ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, এক নারীর গলিত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ মনে করছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানার উদঘাটনের দাবী জানিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ