প্রতিনিধি 23 June 2025 , 9:15:20 প্রিন্ট সংস্করণ
নিজাম উদ্দীন
সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘ধূমকেতু’। ভক্তরা তাঁদের ভালোবাসার সেই জুটি দেব-শুভশ্রীকে আবার পর্দায় দেখার জন্য আছেন অধীর অপেক্ষায়। এই ছবিই এখন পর্যন্ত তাঁদের জুটির শেষ ছবি। ১২ বছর দর্শক অপেক্ষা করেছেন তাঁদের প্রিয় জুটির সেই ম্যাজিক, নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য। বারবার প্রশ্নের মুখে পড়েছে ‘ধূমকেতু’র মুক্তি।
চলতি বছরের শুরু থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। ‘ধূমকেতু’ একের পর এক মুক্তির দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা? এই প্রশ্নও ঘুরেফিরে এসেছে দর্শকের মনে। অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে দেব এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন সম্প্রতি। একই সঙ্গে সেই খবর দেন ছবির আরও এক প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৪ আগস্ট ছবিটি আসছে বড় পর্দায়।
ছবি মুক্তি কবে এই প্রশ্নের উত্তর মিললেও ভক্তদের মনে একই সঙ্গে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তা হলো ছবি মুক্তির আগে কতটা একসঙ্গে ধরা দেবেন দেব ও শুভশ্রী? আদৌ কি ছবির প্রচারে এক হবেন তাঁরা?
দেখা যাবে কি তাঁদের একসঙ্গে? কারণ, প্রেম ভাঙার পর থেকে পরস্পরকে এড়িয়ে চলেন দেব ও শুভশ্রী। গতকাল শুক্রবার সেই প্রশ্নের অবসান ঘটল খানিকটা বলা যায়। এদিন বড়সড় চমক দিলেন নিজের অনুরাগীদের দেব-শুভশ্রী জুটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি নিয়ে ভক্তদের উদ্দেশে বড় বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দী হয়েছে, তা বোঝাই যাচ্ছে। সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে, ‘১২ বছর পর আমরা আবার একসঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে “ধূমকেতু”। ১৪ আগস্ট দেখা হচ্ছে সবার সঙ্গে।’