অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য গ্রেফতার

  প্রতিনিধি 25 June 2025 , 4:19:28 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাটিহাতা বিশ্বরোড গোলচত্বর এলাকায় যৌথবাহিনীর অভিযানে তিনজন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফ। যৌথবাহিনীর একটি দল চেকপোস্টের নিকট যানবাহন থেকে চাঁদা তোলার সময় তিনজনকে আটক করে। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. মোকলেস মিয়া (৫৫), পিতা: মৃত সৈয়দ হাবিব, গ্রাম: কুট্রা পাড়া, সরাইল।

২. নয়ন (৩০), পিতা: মৃত শামসু মিয়া।

৩. মো. আরাফাত আলী, পিতা: আব্দুল আলী।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাটিহাতা বিশ্বরোড এলাকায় একটি চক্র পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে আসে।

নিরাপত্তা সূত্রে জানা যায়, চাঁদাবাজি, অবৈধ সড়ক দখল ও সন্ত্রাসী তৎপরতা রোধে যৌথবাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ