অন্যান্য

নাচোলের রাজু হত্যার মূল আসামি গ্রেফতার ও ভ্যান উদ্ধার

  প্রতিনিধি 28 June 2025 , 8:57:03 প্রিন্ট সংস্করণ

নাচোল উপজেলা প্রতিনিধিঃ

উক্ত ঘটনা গত ২২/৬/২৫ তারিখে আনুমানিক বিকেল ৪ :০০ ঘটিকার সময় বাদিনী মোসাঃ সুলতানা বেগম (৬০), স্বামী মৃত আঃ মোতালেব,সাং শ্রীরামপুর, পৌরসভা নাচোল, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ এর ছেলে রাজু আহমেদ (২০) অটোভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় ভ্যান ভাড়ায় চালানোর বের হয়। একই তারিখে রাত্রি অনুমান১০:১৫ ঘটিকার সময় বাড়ি ফিরে না আসলে ভ্যানের প্রকৃত মালিক সফর আলি(৩৩) পিতা মৃত গফর সাং দেওপাড়া, নাচোল চাঁপাইনবাবগঞ্জ।
এর মোবাইল দিয়ে বাদিনীর ছেলে রাজু’র মোবাইলে রাত অনমান ১০/১১ টার সময় যোগাযোগ করলে বাদিনীর ছেলে রাজু জানায়, সে কিছু ক্ষনের মধ্যে বাসায় ফিরবে। কিন্তু সে বাড়ি ফিরে আসে নি।পরের দিন অর্থাৎ ২৩/৬/২৫ তারিখে অনুমান সকাল ৮:০০ ঘটিকার সময় লোকমুখে শুনে নাচোল থানাধীন মিরকা ডাঙার পারিলা গ্রামে কুদ্দুসের বাগানের পাশে তার ছেলে রাজু’র মৃতদেহ সনাক্ত করা হয়।
২২/৬/২৫ তারিখ রাত্রি ১০ ঘটিকা হতে ২৩/৬/২৫ সকাল ৪ ঘটিকার মধ্যে যে কোনো সময় অজ্ঞাত নামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। উক্ত ঘটনায় নাচোল থানায় একটি মামলা রুজু করে।
মামলার অজ্ঞাত নামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল থানা টিম যৌথভাবে তৎপরতা শুরু করে। যৌথ টিমের অফিসার ও ফোর্সের সম্মিলিত চৌকস টিম বিভিন্ন তথ্য উপাও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬/৬/২৫ তারিখ দিবাগত রাত ভোরবেলার দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা হতে উক্ত হত্যা মামলার কিলিং মিশনে সরাসরি হত্যাকারী আসামি ১। মোঃ খাদেমুল @ মধু (২৪), পিতা মোঃ তরিকুল ইসলাম @ ভ্যালেন সাং উত্তর সিঙের গাড়ী( তেলমন) পাড়া থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী গ্রেফতার করে। সে একজন মধু ব্যবসায়ী, অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মধু ব্যবসা করে। এ সময় নাচোল থানার বিরেন বাজার এলাকায় বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস শুরু করে। তার ১ টি ছেলে সন্তান রয়েছে। গত ৪ মাস আগে বিবাহ বিচ্ছেদ হলে, নাচোল রেলস্টেশনে ভাড়া থাকতে শুরু করে। এ সময় রাজুর সাথে বন্ধু হয়। তারা একসাথে প্রায় গাজা সেবন করত। সে দিন চুয়ানি খাওয়ার উদ্দেশ্যে ভ্যান নিয়ে ২ জনে ভ্যান নিয়ে যায়। রাজু বেশি খাওয়ায় ভ্যানে শুয়ে পড়ে। এমতাবস্থায় মধুওয়ালা সুযোগ বুঝে কাছে থাকা মধু সংগ্রহ করা ধারালো ছুরি দিয়ে গলা কেটে বুক ও পিঠে ছুরিকাঘাত করে এতে রাজু মৃত্যুর কোলে ঢুলে পড়ে তাকে রাস্তার পাশে ফেলে ভ্যান নিয়ে পালায়, পরে নিজের শরীরে রক্ত মিরকা ডাঙার আগে জমি পানি দিয়ে ধুয়ে ফেলে ও রাজুর মোবাইল মাটিতে পুঁতে রেখে নাচোল মল্লিকপুরে তার পুরানো ভ্যানের মেকার (২) আসামি আমিনুল (২২) পিতা আমানত আলি, ২০০০০ ভ্যানের দরদাম করে নগদ ১৪০০০ নিয়ে গোদাগাড়ি হয়ে নীলফামারীর উদ্দ্যেশে রওনা করে। ৩। আসামি আমানত আলি (২০), পিতা রমজান আলি। উভয় সাং ফতেপুর মসজিদ পাড়া।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ