প্রতিনিধি 30 June 2025 , 6:02:29 প্রিন্ট সংস্করণ
মো: রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি॥
চাঁদপুরের কচুয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী,বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে কচুয়া উপজেলা ছাত্রদল।
রবিবার উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেলের নিজ অর্থায়নে উপজেলার সাচার ডিগ্রি কলেজ ও কচুয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। শুধু শিক্ষার্থীরাই নন, তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। যা প্রশংসিত হয়েছে অভিভাবক ও সাধারণ শিক্ষানুরাগী মহলে।
পরীক্ষার্থীরা এই অনাকাঙ্খিত ভালোবাসা পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, পরীক্ষার আগে এই ধরনের সহযোগিতা ও মনোবল বৃদ্ধির কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ পাটোয়ারী,ছাত্রদল নেতা জুনাইদ আহমেদ পিয়াস,রাকিবুল ইসলাম,ইব্রাহিম খলিল,কাউছার,নবীর হোসেন,তানজীদ মিয়াজী ও সজীবুল ইসলাম সহ সাচার ডিগ্রি কলেজ,কচুয়া সরকারি কলেজ ও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেনের পক্ষে কচুয়া সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় কলেজ মাঠে মিলিত হয়।