প্রতিনিধি 30 June 2025 , 6:49:11 প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ৩০ জুন সোমবার বিকেলে পৌর শহরের কালীবাড়ি (কলেজ রোড) সংলগ্ন প্রাক্তনঃ উল্লাস কম্পিউটার এন্ড ফটোগ্রাফির ঘরের স্থানে ভুমি সেবা সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
এই ভুমি সেবা সহায়তা কেন্দ্রটি বাংলাদেশ সরকার অনুমোদিত তাই এই প্রতিষ্ঠান থেকে ভুমির নামজারির আবেদন ,খাজনা পরিশোধ, বিবিধ নাগরিক আবেদন ইত্যাদি সরকার নির্ধারিত সাশ্রয়ী মুল্যে আবেদন করা যাবে জানানো হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, ভুমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ,দুর্গাপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ সহ প্রমুখ।