অন্যান্য

খুবজীপুরের পিপলা গ্যাস লাইট বিস্ফোরণে শিশুর মৃত্যু।

  প্রতিনিধি 1 July 2025 , 11:56:03 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার

মদিনা খাতুনের মৃত্যু হয়েছে। মদিনা উপজেলার পিপলা গ্রামের আব্দুস সামাদের কন্যা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে রান্নাঘরে বসে ছিল শিশু মদিনা। এ সময় চুলার ভিতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জ্বলন্ত লাকড়ির একটি অংশ ছুটে শিশুটির বুকে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার বুকের বাম পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসমাউল হক।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ