প্রতিনিধি 1 July 2025 , 1:55:58 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হাসান ক্রাইম রিপোর্টার মাগুরা
মাগুরার শ্রীপুরের ১নং গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অতর্কিত হামলায় মজনু (পিতা: মসলেম উদ্দিন) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে দু পক্ষের মধ্যে।
জানা যায়,
প্রতিপক্ষের লোকজন হঠাৎ করেই মজনুর উপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।