প্রতিনিধি 1 July 2025 , 5:55:06 প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে ২০২৩ ও ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন’-এর আয়োজনে এই অনুষ্ঠান হয়।
বৃত্তিপ্রাপ্তদের মাঝে উপজেলা পরিষদ ও ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে মোট প্রায় ৪৮ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফাউন্ডেশনের সভাপতি শামিমা আক্তার জাহান। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন প্রমুখ।
তবে বৃত্তি প্রদান অনুষ্ঠান ঘিরে সময় পরিবর্তন ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। ফাউন্ডেশনের আজীবন সদস্য নুরুজ্জামান সরকার অভিযোগ করেন, অনুষ্ঠানটি ২ জুলাই হওয়ার কথা থাকলেও ১ জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উপজেলা কৃষকলীগ সভাপতি মনিশ চৌধুরী বক্তব্য দিয়েছেন।
জবাবে ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসকের সময়সূচির কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে এবং মনিশ চৌধুরী ফাউন্ডেশনের আজীবন সদস্য হওয়ায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রায় ৪০-৪৫ জন আজীবন সদস্য উপস্থিত ছিলেন। মনিশ চৌধুরী রাজনৈতিক পরিচয়ে নয়, ফাউন্ডেশনের সদস্য হিসেবেই বক্তব্য দিয়েছেন। এই ফাউন্ডেশন ২৫ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে।