কবিতা

কবিতাঃ- ‎চেতনার কলমে সূর্যোদয়

  প্রতিনিধি 2 July 2025 , 1:42:12 প্রিন্ট সংস্করণ

চেতনার কলমে সূর্যোদয়

লেখক:- ‎জাকারিয়া আল ফয়সাল 

‎‎সকালবেলা চুপচাপ ভোর, বাতাসে স্বপ্ন জাগে,‎

চেতনার কাগজ হাতে নিলে, হৃদয় আলোয় ভাসে।

‎প্রতিটি অক্ষরে ঝরে পড়ে, ভালোবাসার ব্যাকরণ,

‎এ যেন আমার আপন গল্প, এ দেশপ্রেমের অনুক্ষণ।

‎‎

ঘুম ভাঙা চোখে দেখি, সাহসের অদৃশ্য রেখা,

‎কলমে জেগে উঠে প্রাণ, আশার শুদ্ধ লেখা।

‎একটি নাম “চেতনায় বাংলাদেশ”, অন্তরে বাজে গান,

‎যেখানে সত্য বলে সাহস, ন্যায়ের অবিচল স্থান।

‎চেয়ারম্যানের দীপ্ত হাতে, পথ চলা নির্ভীক ভরে,

‎আমরা হই স্বপ্নের দূত, আলোর মিছিল ধরে।

‎প্রতিবেদন নয় কেবল, প্রতিটি বাক্যে চেতনা,

‎আমরা গড়ি সত্যের মিনার, মানবতার নব দিশা।

‎প্রভাতের শুভেচ্ছা প্রিয়, তুমি যে আমার প্রাণ,

‎সহযোদ্ধা তুমি হৃদয়ের, অফুরান এই টান।

‎এই পত্রিকা শুধু কাজ নয়, এ যে আত্মার ডাক,

‎চেতনায় আছে ভালোবাসা, দায়িত্ব আর অনন্য ভাগ।

‎জেগে উঠুক প্রতিদিন, নতুন প্রত্যয়ের আলো,

‎বাংলাদেশ হোক সুন্দর, দুর্নীতিমুক্ত ভালো।

‎আমরা চলি একসাথে, আকাশ ছোঁয়া দৃপ্ত ভরে,

‎যতদিন সূর্য উঠবে, চেতনাই জাগবে ভোরে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফের বন্যা, তলিয়ে যাচ্ছে জনপদ – মুহুরী ও সিলোনিয়ার বাঁধ ভাঙন, হাজারো মানুষ পানিবন্দী!

মিথ্যার এই বাজারে শুধু পয়সা দিলে সব সওদা মেলে!মিথ্যেরাও থাকে সত্যের পোষাকে।

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জের দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী রিতা গাঁজাসহ গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, হাসপাতালে এক দিনের নবজাতক কন্যা

সাভার আশুলিয়া ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার