প্রতিনিধি 2 July 2025 , 6:44:22 প্রিন্ট সংস্করণ
জাগো বাংলার নবযুগ,
আজি কর মৃত্যুরে আলিঙ্গন!
হে নবীন! বল সহিব না আর এ-মানবতা লঙ্ঘন।
বল নবযাত্রী-
আজ আমি আসিয়াছি ছুটে যুগ-যুগান্ত কালের শিকল ছিড়িয়া তবে জুলফিকার লয়ে মোর হাতে।
বল আজি’কে আমি মৃত্যুরে করি ভিতু- আমি জীবনেকে চাহিনা ইদুরের ন্যয়।
আমি জয় করিয়াছি সে মৃত্যু,
তোর নরপিশাচে করিনা আজিকে আমি ভয়।
আমি জীবনকে ছাড়পত্র দিয়ে করেছি বিদায়,
আজ আমি উঠেছি উল্কাপিণ্ড হাতে।
আমি রাজপথে ছুটি খালি হতে ভয়ে থর থর থর তোর যত মিছাইল সেনা হাতে।
আমি মুগ্ধ-সাইদের রক্তের ঘ্রাণে মাতাল নভোচারী-
আমি হাসি বুক পাতিয়া তোর বন্দুক সম্মুখে।
আমি বন্ধুর মৃত্যুতে আজ শোকাহত নয়,
আমি ছুটি প্রতিশোধ রাঙা হাতে।
আমি মিছিলের ভিড়ে মুখরিত সুরে গর্জে ওঠা বীর।
আমি বুকে গুলি লেগে থাকি মাথা উচু করে, সাধ্যকার দেখি আজ নোয়াবে এ শির।
আমি ইতিহাস হয়ে থাকি শতযুগ ধরে,
হাজার হৃদয়ে বাঁধি বিদ্রোহী হুঙ্কার।
কে আছ যুবক মিছে নাহি হোক রক্তে রঞ্জিত রাঙি বারে-বার।
আজ আমি মায়ের বুক খালি করে কাফন বরনে এসেছি চির বিদায় লায়ে-
আমি রাজপথে আজি এসেছি মোর বোন লয়ে সাথে,
আমি আজি প্রেমিকার মৃত্যু সহি পেতে আজিকের অধিকার।
তবু পিছু হাটি নাহি হোক মৃত্যু হাজার বার।
বলি অধিকার চাই, অধিকার চাই, যদি হবে হোক ইতিহাসে মোর ঠাঁই।
আজই-এ পথে ঘুমন্ত জাতি কান পেতে তবে শোন!
মুক্ত করিবে সকলেরে যে-যন আজি’কে সে বীর তুমি নহে কেন?