অন্যান্য

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১!!

  প্রতিনিধি 2 July 2025 , 7:30:35 প্রিন্ট সংস্করণ

মো:ছাব্বির খান উপজেলা প্রতিনিধি

•শ্রীমঙ্গল নামটা আমরা প্রায় সবাই শুনে থাকি,
জায়গাটা চায়ের রাজধানী শ্রীমঙ্গল হিসেবে খ্যাত।
লোকেশন বলতে গেলে মৌলভীবাজার জেলার,শ্রীমঙ্গল উপজেলা ,  আর এই উপজেলায় রয়েছে চা বাগানের সৌন্দর্য, তার পাশেই রয়েছে শ্রীমঙ্গল বধ্যভূমি   নামে একটি জায়গা,
যেখানে সব সময় পর্যটকদের  ভিড় লেগে থাকে  ,

সাধারণত বিভিন্ন দর্শনীয়  জায়গাতে শুধুমাত্র ঈদের সময়কালে বেশি পর্যটক দেখা যায় ,  কিন্তু  শ্রীমঙ্গলের বধ্যভূমি অন্য দর্শনীয় স্থান থেকে একটু আলাদা ।

এখানে ঈদের সময় পর্যটকদের  কথা বললে শেষ হবে না , শুধু ঈদের দিন নয়,
বরং ঈদের আগ থেকে এখানে পর্যটক থাকেন ,

এবং কমবেশি সারাটা বছর দেশি পর্যটকদের মধ্য দিয়ে বিদেশি অনেক  পর্যটকদের ও দেখা যায়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ