প্রতিনিধি 3 July 2025 , 5:54:08 প্রিন্ট সংস্করণ
নিজাম উদ্দীন
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিটন মিয়ার ঘুষ বাণিজ্য দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে ‘মাদক সম্রাট ওসির প্রত্যাহার চাই’, ‘ঘুষখোর ও দুর্নীতিবাজ ওসির বিচার চাই’ -সহ-বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কমলা বেগম, দীন ইসলাম, জেলা যুবদল নেতা ফারুক, জেলা যুবদলের সহ-সম্পাদক ওমর ফারুক, শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল মিয়া, গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহিম সাদ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাজমুলসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দুর্নীতিবাজ ওসি লিটনের অপসারণ ও বিচারের দাবি করে বলেন,
মামলা বাণিজ্য, বিচারপ্রার্থীর সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ধামকি দিয়ে টাকা আদায়সহ নানা অপরাধ কর্ম করছেন ওসি লিটন মিয়া। তার অপরাধকর্ম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষও বাড়িঘরে থাকতে পারছে না। যাকে তাকে মামলার ভয় দেখিয়ে থানায় আটকে রেখে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এছাড়াও মাদক কারবারিদের কাছ থেকে প্রতি মাসে মাসোহারা নেন। ওসি লিটনকে দ্রুত অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা।
S/KS