অন্যান্য

জয়পুরহাটে ৩১ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি 3 July 2025 , 4:10:34 প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি:-

জয়পুরহাট সদর থানার সিট ডালিম্বা এলাকা থেকে ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রিপন হোসেন (২৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প।

 

০২ জুলাই ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক রিপনের বাড়ি সদর উপজেলার সিট ডালিম্বা গ্রামে। তার পিতা সাদেক হোসেন। জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

 

র‌্যাব জানায়, রিপন মাদকসেবী ও কারবারীদের একটি সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান চলমান রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ