অন্যান্য

ফেব্রুয়ারীর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবোই করবো ইনশাআল্লাহ -অধ্যক্ষ আলমগীর হোসেন

  প্রতিনিধি 3 July 2025 , 4:26:17 প্রিন্ট সংস্করণ

মো:নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ‘আমরা তারেক রহমানের ৩১ দফার আলোকে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবো, বাংলার ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেব,ফেব্রুয়ারীর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবোই করবো- ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কক্ষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো:শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:নজরুল ইসলাম খান প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন আগত অতিথিসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ