অন্যান্য

মাগুরায় সড়ক দূর্ঘটনায় আহত একাধিক ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের কর্মী!

  প্রতিনিধি 3 July 2025 , 5:47:30 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হাসান ক্রাইম রিপোর্টার মাগুরা

মাগুরা- যশোর রোডের মঘীর ঢালে প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ২৮০৫৪৬ নিয়ন্ত্রণ হারিয়ে ৩রা জুলাই বৃহস্পতিবার ২০২৫ বিকাল পাঁচটার দিকে খালি মুদি দোকানের উপরে পড়লে প্রাইভেট কারের যাত্রীসহ ড্রাইভার আহত হলে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়!

এ বিষয়ে রামনগর হাইওয়ে থানার ওসি জানান ৯৯৯ এর খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের হাইওয়ে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে মাগুরা রামনগর হাইওয়ে থানায় নিয়ে এসেছে!

আর আহত রোগীদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে মারাত্মক কোন ক্ষতি হওয়ার আশঙ্কা নাই!

ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলার দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম পিতা আবু বকর সিদ্দিক আড়পাড়া।

রাকিব প্রাইভেট চালিয়ে মাগুরা হতে আড়পাড়া যাচ্ছিল মঘির ঢাল হতে আড়পাড়ার দিকে সামান্য যাওয়ার পর গাড়ির চাকা পাংচার হওয়ার পর ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরের ভেতর ঢুকে যায়।

তেমন কারোর কোন ক্ষতি হয়নি। ঐ দোকানে সব সময়ই লোক আড্ডা দিতো। দুর পথের লোক ঐ দোকানে চা সিগারেট খেতো। কিন্তু কারোর কোন ক্ষতি হয়নি শুধু মাত্র যাত্রিদের ছাড়া।

রাকিব সহ তার ফেমিলির কয়েক জনের মাথা কেটে গেছে তারা তাৎক্ষণিক মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এদিকে মাগুরা ইসলামিক আইমা পরিষদের চেয়ারম্যান জনাব মাওলানা ওসমান গনি সাইফি নিশ্চিত করেছেন আহতরা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের কর্মী! তিনি আহতদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন!

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ