অন্যান্য

নবীনগর সফরে এসে অর্থ উপদেষ্টার আশ্বাস ব্যাংকে টাকা মার যাবে না, আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে”

  প্রতিনিধি 6 July 2025 , 5:52:59 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “ব্যাংকে কেউ টাকা জমা দিলে সেই টাকা মার যাবে না, হয়তো সময় লাগবে, তবে সরকার ফেরত দেওয়ার অঙ্গীকারবদ্ধ।” তিনি বলেন, ব্যাংকিং খাতে স্থায়ী সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে।

শনিবার সকালে প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসেন উপদেষ্টা। দুপুর ১২ টার দিকে নবীনগর উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থান শেষে তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সঞ্চয়পত্রের সুদের হার ও ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঞ্চয়পত্রের হার বাড়ালে সবাই ব্যাংক ছেড়ে সঞ্চয়পত্রে চলে যাবে। ব্যাংকের লিকুইডিটির একটা বিষয় থাকে, আমাদের ব্যালেন্স করে এগোতে হবে।”

তিনি জানান, আর্থিকভাবে দুর্বল ১২ টি ব্যাংককে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ৫২ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। তার আগেও আরও ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়। “এটা কোনো স্থায়ী সমাধান নয়, আমরা চেষ্টা করছি, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান নির্বাচিত সরকারকেই করতে হবে।

তিনি আরও জানান, প্রাইভেট সেক্টরের বড় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে এখন আস্থা ফিরছে এবং দুর্বল ব্যাংকগুলো পুনর্বাসনে সরকার ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট বাস্তবায়ন করছে।

সড়ক যোগাযোগ নিয়ে তিনি বলেন, “নবীনগর থেকে আড়াইহাজার হয়ে ঢাকার সাথে যে রাস্তাটি সংযোগ হবে, খুব শীঘ্রই নবীনগর অংশের কাজ উদ্বোধন করা হবে।”

সভা শেষে উপদেষ্টা নিজ পৈতৃক নিবাস নবীনগর উপজেলার দড়ি শ্রীরামপুর গ্রামে যান এবং পরে ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করেন।

এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ