প্রতিনিধি 7 July 2025 , 5:01:22 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
নিজ মেধার জোরে নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তেরখাদার মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম। তবে চরম অর্থকষ্টে পড়েই থমকে যেতে বসেছিল তার উচ্চশিক্ষার স্বপ্ন। এমন এক সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ালেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক।সাদিয়া ইসলাম তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের বাসিন্দা।২০২৪ সালে চিত্রা মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন তিনি। এরপর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় দেশজুড়ে দ্বিতীয় স্থান অর্জন করে সুযোগ পান খুলনা নার্সিং কলেজে। কিন্তু তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক দারিদ্র্য। দিনমজুর বাবা তরিক বিশ্বাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার ছোট ছেলে আনাসের হার্টে ছিদ্র ধরা পড়ায় চিকিৎসা ব্যয়ে সর্বস্ব বিক্রি করে পরিবারটি চরম সংকটে পড়ে।এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রচারের পর বিষয়টি নজরে আসে পারভেজ মল্লিকের। মানবিক সহানুভূতি নিয়ে তিনি রবিবার (৬ জুলাই) সরাসরি সাদিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।সহায়তা প্রদানকালে পারভেজ মল্লিক বলেন,”আমার এলাকার মেধাবীরা যেন কেবল টাকার অভাবে থেমে না যায়, সেটিই আমাদের মানবিক সহায়তা কার্যক্রমের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি—‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নেই জাতির অগ্রগতি সম্ভব।”তিনি আরও বলেন,”বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা তার পথ অনুসরণ করেই সমাজে নারীর সম্ভাবনাকে প্রতিষ্ঠিত করতে চাই।”নারীর স্বাবলম্বিতায় ‘সেলাই মেশিন’ উপহার:এদিকে একই দিনে স্থানীয় নারীদের আত্মকর্মসংস্থানে উৎসাহ দিতে ১০ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন উপহার দেন পারভেজ মল্লিক। বারাসাত গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়।সেলাই মেশিন পেয়ে আনন্দে উদ্বেলিত মাকসুমা আক্তার শ্রাবণী বলেন,”অনেক আগেই সেলাই শিখেছি, কিন্তু মেশিন না থাকায় কিছুই করতে পারছিলাম না। আজ পারভেজ ভাইয়ার সহায়তায় আমার স্বপ্ন পূরণ হলো। আমি নিজে আয় করব, আর অন্য নারীদেরও প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে চেষ্টা করব।”এ সময় পারভেজ মল্লিক বলেন,”নারীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে আমরা শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে থাকিনি, তাদের প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করছি। একজন নারী যখন স্বাবলম্বী হন, তখন তিনিই হতে পারেন আরও ১০ জন নারীর অনুপ্রেরণা।”পারভেজ মল্লিক—রাজনীতিকের পাশাপাশি সামাজিক উদ্যোক্তা:পারভেজ মল্লিক শুধু একজন রাজনীতিকই নন, একজন সমাজকর্মী হিসেবেও স্থানীয়ভাবে পরিচিত। নারীর ক্ষমতায়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং আত্মকর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে নিয়মিতভাবে কাজ করছেন তিনি। তার এসব উদ্যোগ ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।