অন্যান্য

বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 7 July 2025 , 2:04:17 প্রিন্ট সংস্করণ

মোঃ মতিউর রহমান জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও প্রথম সভা আজ, ৭ জুলাই ২০২৫ (সোমবার): কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের নবনিযুক্ত সভাপতি জনাব নুসরাত সুলতানা। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এই সভায় উপস্থিত থেকে নিজেদের পরিচয় প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মকৌশল, পরিকল্পনা ও কমিটির কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও যুব সমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করা হবে। একই সঙ্গে জেলার প্রতিটি স্তরে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে রেড ক্রিসেন্ট ইউনিটের ভবিষ্যৎ কর্মসূচি, প্রশিক্ষণ কার্যক্রম ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় হয়।

এই সময় কুড়িগ্রাম ইউনিটের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

সুনামগঞ্জ-১: বিএনপির বহুমুখী প্রতিযোগিতা, একক প্রার্থী জামায়াত ও জমিয়তের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন জাকারিয়া আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে । বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। জেলার ১১ টি কলেজ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য রাত-দিন কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ আরও বলেন, উপাচার্যের এ সকল সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি-ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এ ধরনের হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। বক্তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব অপরাধীদের আইনের আওতায় না আনা হলে রাজপথে বড় কর্মসূচি দেওয়ার হুশিয়ারী প্রদান করেন। মানববন্ধন শেষ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জালাল হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন, ওয়ালী মোহাম্মদ ওলী, মেহেদি হাসান, বিশ্বজিৎ কুমার, আসরাফুল আলম, দেলোয়ার হোসেন, নুরুল বাসার, তোতা মোল্লা, নাজমুল হক, এনামুল হক, রাকসানা খাতুন, অন্যান্য নেতৃবৃন্দসহ ১১ টি কলেজের শিক্ষকবৃন্দ।

মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের আসন্ন মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবানে সাঙ্গু নদী থেকে নিখোঁজর একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার।

ইসরায়েলে ড্রোন হামলায় ৪ সেনা নিহত, আহত ৬১

কুড়িগ্রামে ইস্কাফ ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

                   

জনপ্রিয় সংবাদ