
আজ চট্টগ্রাম ইসলামি শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল সিরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান ওয়াজেন ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন আন্তর্জাতিক ইসলামি স্কলার জনাব ড: আবুল কালাম আজাদ বাশার এবং প্রধান বক্তা ছিলেন চট্রলার সিংহপুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম মহানগরীর আমির জনাব শাহজাহান চৌধুরী। মাহফিলে প্রধান ওয়াজেন ড: বাশার সাহেব বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে অবশ্যই রাসুল( স:) আদর্শ অনুসরণ করতে হবে। এই জমিন যার, বিধান, আইন চলবে তার। হাশরের ময়দানে রাসুল (স:) সুপারিশ পাইতে হলে অবশ্যই আল্লাহর দ্বিনের পথে আসতে হবে। তিনি আরও বলেন গত ৫৩ বছর দেশের শাষিত সরকার আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মতবাদ কায়েম করেছিল, তাই বাংলাদেশ উন্নতি হতে পারেনি। ইসলামি রাষ্ট্র
কায়েম হলে দেশে চুরি, ডাকাতি, দুর্ণীতি,খুন,ঘুম এবং মিথ্যা আশ্বাস থাকবেনা। তাই সকলকে ইসলামি হুকুমাত পালনে উদার্ত আহবান জানান। এবং প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহজাহান চৌধুরী বলেন আমি পুলিশ এবং চাদাবাজদের হুশিয়ার করে দিতে চাই আর কোনভাবেই হকারদের কাছথেকে চাঁদা আদায় করা যাবেনা যদি কর তাহলে খবর আছে বলে তাদেরকে হুংকার দিয়েছিলেন। তিনি আরও বলেন চট্টগ্রামে দুটি পরিবার 50,000কোটি টাকা দুর্নীতি করে আমাদের ফকির করে বাহিরে চলে গেলেন। এরপর মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। মো: আনোয়ার হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।