প্রতিনিধি 8 July 2025 , 2:58:54 প্রিন্ট সংস্করণ
শামসুদ্দোহা শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
৭ জুলাই ২০২৫ সোমবার ভোর রাত ৩ টার দিকে
গাজীপুরের শ্রীপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে এক রাতেই দুটি কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি এলাকায় হাবিজ উদ্দিন মন্ডল বাড়ির পারিবারিক কবরস্থান থেকে রোববার দিবাগত রাতে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চোরের একটি সংঘবদ্ধ দল গভীর রাতে কবরস্থানে ঢুকে মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল ও হবিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী তাহমিনার কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ কবরস্থানে ভিড় করেন। স্বজনরা এমন ঘটনার তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। মৃতরাও নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।” অনেকেই তাদের পারিবারিক কবরস্থানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন ও চোর চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় ছাত্রদর নেতা নাঈম শেখ জানান, সকালে তিনি ওই কবর স্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় কবর স্থানের মাটি উঠানো দেখে কাছে গিয়ে দেখেন ২ টি কবর খোঁড়া। কবরস্থানের স্বজনদের খবর দিলে তাঁরা এসে ২টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। সেগুলোতে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, কঙ্কাল চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কঙ্কাল চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টাও চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।