প্রতিনিধি 9 July 2025 , 5:38:42 প্রিন্ট সংস্করণ
মোঃ আমজাদ হোসেন বিজয়নগর প্রতিনিধি,
পবিত্র মহররম উপলক্ষে দৌলতবাড়ি দরবার শরিফের আয়োজনে ৪ দিনব্যপী ইছলাহে নফস ও শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়।
৮,৯,১০ ও ১১ মহররম, ৩,৪,৫ ও ৬ জুলাই রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের মিলাদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে ওয়াজ মাহফিলের পাশাপাশি তালিম, নামাজ শিক্ষা সহ ধর্মী বিভিন্ন বিষয়ে হাতে কলমে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের শিক্ষা দেওয়া হয়।
৪ দিনব্যাপী এই মাহফিলে দৌলতবাড়ি দরবার শরিফের কয়েকশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত থেকে ৪ দিন নিজেদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন।
দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দীনীশিন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনা বিভিন্ন জায়গা থেকে আগত আলেম উলামা ৪ দিন হাতে কলমে শিক্ষা প্রদান করেন।