অন্যান্য

ডন ৩’-এর নায়িকা কৃতি শ্যানন? ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিত দিলেন অভিনেত্রী!

  প্রতিনিধি 9 July 2025 , 1:02:29 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক 

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি ‘ডন ৩’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। প্রায় দুই বছর আগে এই সিনেমার নির্মাণের ঘোষণা এলেও, প্রধান চরিত্রে রণবীর সিংয়ের নাম নিশ্চিত হওয়ার পর থেকেই ছবির নায়িকা কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা। শুরুতে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, সম্প্রতি আলোচনায় আসেন কৃতি শ্যানন। এবার কৃতির সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই গুঞ্জনকে যেন আরও জোরালো করেছে।
রণবীরের জন্মদিনের শুভেচ্ছা, সাথে এক ইঙ্গিতপূর্ণ বার্তা
রোববার ছিল অভিনেতা রণবীর সিংয়ের ৪০তম জন্মদিন। এই বিশেষ দিনে কৃতি শ্যানন তার ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরকে শুভেচ্ছা জানিয়ে তাদের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন রণবীর সিং! তোমার শক্তি, কঠোর পরিশ্রম, পাগলাটে প্রতিভা এবং যে ভালোবাসা তুমি ছড়িয়ে দিয়েছ, তা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে! এগিয়ে চলো রকস্টার!”
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পোস্টের শেষ লাইনটি, যেখানে কৃতি লিখেছেন—”পিএস: তোমার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি!”
এই একটি লাইনের মধ্যেই যেন মিলেছে বহু প্রতীক্ষিত উত্তর। এই বার্তাটিই দৃঢ়ভাবে ইঙ্গিত দিচ্ছে যে, ‘ডন ৩’-তে কৃতি শ্যাননই হতে চলেছেন রণবীর সিংয়ের নায়িকা।
পূর্বের জল্পনা ও বিলম্ব
এর আগে ২০২৩ সালের আগস্টে নির্মাতা ফারহান আখতার ‘ডন ৩’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। তখন গুজব উঠেছিল, ছবির নায়িকা হবেন কিয়ারা আদভানি। এমনকি কিছুদিন পর নির্মাতারা কিয়ারার নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তবে একের পর এক কারণে ছবির প্রস্তুতি ও শুটিং বারবার পিছিয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, ‘ডন ৩’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালে।
কৃতির এই ইঙ্গিতপূর্ণ পোস্ট এখন দর্শকদের মধ্যে ‘ডন ৩’ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এখন শুধু নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ