অন্যান্য

রাজৈর টেকেরহাট তাঁতি কান্দা অবৈধভাবে বালি উত্তোলন কালে আটক ৩

  প্রতিনিধি 10 July 2025 , 10:29:47 প্রিন্ট সংস্করণ

 মহিউদ্দিন চৌধুরী হীরা

১০ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১-৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে টেকেরহাট তাঁতি কান্দা কুমার নদী থেকে ড্রেজার মেশিন এর মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলনের সময় অভিযান চালিয়ে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক ৩ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামিরা হলেন আবুল কালাম ফকিরের ছেলে মোঃ বসার ফকির ২১ নাচনা পাড়া আমতলী বরগুনা, শাহ আল সাফির ছেলে মোঃ শফিউল্লাহ সুমন ২৫ চিল ডুমুরিয়া নাজিরপুর পিরোজপুর, সাদেক শেখের ছেলে মোঃ মোস্তাকিম ২১ দেল বাড়ি নাজিরপুর পিরোজপুর কে অবৈধভাবে টেকেরহাট কুমার নদী থেকে বালি উত্তোলনের সময় আটক করে। উভয় আসামি কে অবৈধ বালি উত্তোলন আইনে ৭ দিনের জেল মনজুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় । এছাড়াও গতকাল ০৯/ জুলাই ইশিবপুর ইউনিয়নের সোনা পাড়া গ্রাম থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় প্লাস্টিক পাইপ সহ যন্ত্রপাতি নষ্ট করে দেয় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার । এসময় প্রসাশনের আগমন টের পেয়ে আসামি গন পালিয়ে যায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা যায় । এবিষয়ে রাজৈর উপজেলা নিবার্হী অফিসার এর নিকট জানতে চাইলে তিনি বলেন ,

এবিষয় টি রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান চেতনায় বাংলাদেশ প্রতিকার সাংবাদ দাতাকে কে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার রাজৈর থানার এসআই মোঃ তরিকুল ইসলাম কাছে আসামিদের কারাগারে প্রেরণ এর জন্য হস্তান্তর করে । এবং উপজেলা নির্বাহী অফিসার বলেন এই অভিযান চলমান থাকবে বলে ও জানান ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ