অন্যান্য

ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু।

  প্রতিনিধি 12 July 2025 , 8:58:42 প্রিন্ট সংস্করণ

মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাসেল হোসেন (২০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) ভোরে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নং মেইন পিলারের ভিনুয়া-মাদারী এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

রাসেল হোসেন হরিপুর ৫নং ইউনিয়নের হরিপুর সদর গ্রামের নিয়াজের ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার ভোর অনুমান চারটার দিকে রাসেল সহ কয়েক জন মিনাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্ঠা করে। এবং কাটা তারের কাছে গেলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এত রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

তার মরদেহ ভারতের প্রায় ২শ গজ অভ্যন্তরে পড়ে ছিল। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিএসএফের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্ঠা চলছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ