অন্যান্য

রাঙ্গুনিয়ায় হতদরিদ্র জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি 15 July 2025 , 1:53:30 প্রিন্ট সংস্করণ

সৈয়দ মোঃ ইমরান হোসেন 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলেপাড়া গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন “মানবিক সংগঠন “রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ কল্যাণ পরিষদ ওমান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে গুনগুনিয়া বেতাগী গুলজার এ মদিনা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মদ খলিলুর রহমান।

পরিষদের মহাসচিব মোহাম্মদ এমরান হোসাইন পিয়ারু এর সঞ্চালনায় উদ্বোধক এর বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ নেছারী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ পরিষদ ওমান’র উপদেষ্টা জনাব মুহাম্মদ আবুল খায়ের, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ছানাউল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ সেকান্দর আলম।

সংগঠনের সংশ্লিষ্ঠরা জানান,রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান প্রতিষ্ঠার পর থেকে মানবিক,সামাজিক,ধর্মীয় বিভিন্ন অসহায় গরীব-মেহনতি মানুষকে সহযোগিতা সহ নানা মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সভাপতির সমাপনি বক্তব্যে জনাব মুহাম্মদ খলিলুর রহমান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের কাছে প্রবাসীদের সকল সদস্যদের জন্য দোয়া চাই, যাতে এই সংগঠনের মাধ্যমে ভালো কাজে আরো এগিয়ে যেতে পারেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ