প্রতিনিধি 16 July 2025 , 12:28:54 প্রিন্ট সংস্করণ
জামাল কাড়াল, বরিশাল
ঢাকা বরিশাল মহাসড়কে সাকুরা ও চেয়ারম্যান ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১০ জন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটে বুধবার রাতে বরিশাল নগরীর কাশিপুর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল দক্ষিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জোহন গিফারী বলেন, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের সাথে ঢাকা থেকে বরিশালগামী চেয়ারম্যান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ১০ জন আহতকে উদ্ধার করে। এরমধ্যে ১ জন নারী ও ৯ জন পুরুষ। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা চলছে বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।
এদিকে এরই মধ্যে বাস দুটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক আছে বলে জানান দক্ষিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জোহন গিফারী।