অন্যান্য

হারানো সনদের বিজ্ঞপ্তি!!

  প্রতিনিধি 18 July 2025 , 5:40:13 প্রিন্ট সংস্করণ

আমি, কাজী ওসামা রাফি পিতা: কাজী মকবুল আহম্মেদ , গ্রামের ঠিকানা: তেলীগ্রাম, ধোড়করা বাজার, চিওড়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা জানাচ্ছি যে, আমার বেসিক ট্রেইনিং ফর অয়েল এন্ড কেমিক্যাল ট্যাংকার কারগো অপারেশনস নম্বর ০৩০.২১৮৮০৯ ইস্যু তারিখ ১৭-০৬-২০২৫ হারিয়ে গেছে।

এই সার্টিফিকেটের মূল কাগজপত্র হারানো হওয়ায় অনুরোধ করা হলো, যাঁরা এটি পেয়ে থাকেন অথবা এর কোনো তথ্য জানতে চান, তারা আমাকে ০১৮১৪২৪৭৩৯০ মাধ্যমে অবহিত করবেন

আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট এই হারানো সার্টিফিকেটের জন্য জিডি নম্বর ৯৯৫ দাখিল করেছি।

এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি ঘোষণা করছি, যে হারানো সার্টিফিকেটটি কোনোক্রমেই ব্যবহারযোগ্য নয় এবং এটি ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অনৈতিক কাজ করে, তার জন্য আমি দায়ী থাকব না।

তারিখ ১৮.০৭.২০২৫

কাজী ওসামা রাফি

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ