অন্যান্য

মহিপুরে সবুজ হত্যা: মামাতো ভাই ও বন্ধু গ্রেফতার,

  প্রতিনিধি 19 July 2025 , 4:27:50 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী

পটুয়াখালীর মহিপুরে ১৮ বছর বয়সী তরুণ সবুজকে হত্যার ঘটনায় তার মামাতো ভাই মো. রাসেল (২০) এবং ঘনিষ্ঠ বন্ধু আকাশ (১৯)-কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক সেবনের পর কথা কাটাকাটি ও ঝগড়ার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার সূত্রপাত ও মরদেহ উদ্ধার
গত মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) রাতে মহিপুরের দরগাহপাড়া এলাকায় স্থানীয়রা সবুজের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে তারা মহিপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সবুজের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল, যা দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের অভিযোগ ও পুলিশের তদন্ত
সবুজের পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়। তারা অভিযোগ করেন, সবুজের মামাতো ভাই রাসেল এবং বন্ধু আকাশের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না এবং তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। পরিবারের অভিযোগের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সন্দেহভাজন রাসেল ও আকাশকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের বর্ণনা
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল ও আকাশ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, ঘটনার দিন সন্ধ্যায় (মঙ্গলবার) সবুজ, রাসেল ও আকাশ দরগাহপাড়া এলাকার একটি নির্জন স্থানে একত্রিত হয়। সেখানে তারা তিনজনেই একসাথে মাদক সেবন করে। মাদক সেবনের একপর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র ঝগড়ায় রূপ নেয় এবং হাতাহাতি শুরু হয়। এই সময়ই রাসেল ও আকাশ মিলে সবুজের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। এরপর তারা সবুজের মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “গ্রেফতারকৃত দুজনই সবুজের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মাদক সেবন এবং এর জেরে সৃষ্ট ঝগড়াই এই হত্যাকাণ্ডের মূল কারণ।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং – ৩০/২০২৫) দায়ের করা হয়েছে। তাদের আজ (১৯ জুলাই ২০২৫) পটুয়াখালী আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবুজের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ