প্রতিনিধি 10 October 2024 , 12:55:13 প্রিন্ট সংস্করণ
মোঃ হাছান আহমাদ ভূঁইয়া
জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)
লক্ষীপুরের রায়পুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ই অক্টোবর (বুধবার) রায়পুর আর এফ সি রেষ্টুরেন্টে বাদ মাগরিব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়পুর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সেক্রটারি গোলাম ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ কাজের কলেবর বৃদ্ধি পাওয়ায় ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর পরিষদের কাউন্সিল অধিবেশনে নাম পরিবর্তন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গঠন করা হয়। সংক্ষিপ্ত নাম (বাআশিফে)। ২০১৮ সাল থেকে ফেডারেশন সহ ৯টি শিক্ষক পরিষদকে পুনর্গঠন করে পুনরায় সক্রিয়ভাবে তৎপরতা চালানোর চেষ্টা শুরু হয়। এছাড়াও তিনি আরো ৫ দফা কর্মসূচি ও ৪টি লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ মঞ্জুর হোসাইন তার বক্তব্যে রায়পুর উপজেলাকে একটি গুনগত, মানসম্মত আদর্শ সমাজ বির্নিমানে সকলের সহযোগিতা চেয়েছেন। এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন বলে দাবি করেন তিনি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি মাওঃ মাহমুদুল হাসান, মাধ্যমিক স্কুল পরিষদের সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারি হারুনুর রশীদ, প্রাথমিক স্কুল পরিষদের সভাপতি গোলাম ফারুক, সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।