প্রতিনিধি 20 July 2025 , 5:37:58 প্রিন্ট সংস্করণ
ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি মাদরাসায় পরীক্ষা চলাকালে ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে।রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদরাসায় নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে।
মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ ভবনের একটি কক্ষের ছাদের কয়েকটি স্থান থেকে পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পাশের একটি কক্ষে শিক্ষার্থীদের স্থানান্তর করে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়। ঘটনাটি জানাজানি হলে অনেক অভিভাবক মাদরাসায় আসেন তাদের সন্তানদের খোঁজ নিতে।